সত্যিকারের ভালোবাসা

সত্যিকারের ভালবাসা বোঝার নিনজা টেকনিক – Love Status

সত্যিকারের ভালবাসা বোঝার নিনজা টেকনিক: জীবন একটা যুদ্ধ। আর সেই যুদ্ধে ভালোবাসা এক অস্ত্রের নাম। ভালোবাসা অনেক ধরনের হয়। যেমন ধরেন – বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আবার সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা, পছন্দের মানুষের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর আর স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের বা বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা ইত্যাদি নানা ধরনের ভালোবাসার উদাহরণ পাবেন।

কিন্তু আজ আমরা দেখবো পছন্দের মানুষের প্রতি আমাদের সত্যিকারের ভালোবাসা কখন প্রকাশ পায়। নিচের এই ছোট ছোট ঘটনাগুলো যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝবেন আপনি তাকে মন থেকে ভালোবাসেন। চলুন তাহলে পড়ে আসি সেই রোমান্টিক ঘটনাগুলো –

সত্যিকারের ভালবাসা চিহ্ন


  • শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হতো তাহলে প্রত্যেকটা পতিতালয় হতো ভালোবাসার কেন্দ্র।
  • যদি স্তনের স্পর্শে ভালোবাসা থাকতো, তাহলে প্রত্যেকটা বেশ্যাই পেতো প্রেমিকার মর্যাদা।
  • পার্কের কোণে ভালোবাসা লুকানো থাকে না, প্রেমিকার দেহের স্পর্শে ভালোবাসা থাকে না। ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনে, ভালোবাসা থাকে প্রেমিকার ছোট ছোট আবদারে।
  • যখন আপনার মনে প্রেমিকার সাথে রাত যাপনের ইচ্ছা জাগবে তখন বুঝে নিবেন আপনি কখনো তাকে ভালোই বাসেন’নি।
  • আপনি যখন তার একটি ফোনের জন্য পাগল হয়ে যাবেন তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন।
  • যখন আপনি তার থেকে দূরে থাকা সত্বেও তার মনের এক একটা কথার বিশ্লেষণ করতে পারবেন, তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন।
  • যখন আপনি তার না বলা কথাগুলো বুঝতে পারবেন তখন বুঝবেন তাকে আপনি ভালোবাসেন।
  • ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারেনা।
  • ভালোলাগা আর ভালোবাসা দুটোই আলাদা।
  • যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা।
  • কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালোলাগা।
  • দীর্ঘ সময় ফোনে আলাপ করার নাম ভালোবাসা নয়। বরং তার পড়ালেখার কথা চিন্তা করে তাকে বারবার ফোন না দেওয়ার নাম ভালোবাসা।
  • প্রতি বেলা খাওয়ার সময় হলে ফোন করে খানা খেয়েছো কিনা জিজ্ঞাসা করার নাম ভালোবাসা।
  • প্রতিদিন প্রিয়জনকে দেখার নাম ভালোবাসা নয়। বরং দূরত্ব থাকা সত্ত্বেও সব সময় প্রিয়জনকে কাছে অনুভব করার নাম ভালোবাসা।
  • ভালোবাসা কখনও প্রকাশ্যে হয়না। ভালোবাসা হয় গোপনে।
  • নিজেদের কথা নিজেদের মধ্যেই লেনদেন হয়। দুজনের মনের কথা কখনই তৃতীয়জন জানতে পারে না। প্রিয়জনের কথা ভেবে, নিজের ভালোবাসা গোপনে রাখার নাম ভালোবাসা।
  • গ্যালারিতে রাখা ছবিটা দেখে যদি আপনার মুখে হাসি ফুটে উঠে তাহলে বুঝবেন আপনি তাকে সত্যিকার
    ভালোবাসেন।
  • রাতে ঘুমানোর আগে যদি তার করা মেসেজ চেক করেন, তাহলে সত্যিই আপনি তাকে ভালোবাসেন।
  • তার একটা এসএমএস যদি আপনার উত্তেজনা বাড়িয়ে দেয় তাহলে বুঝবেন আপনার ভালোবাসা বিশুদ্ধ।
  • তার বলা প্রত্যেকটা কথা যদি আপনি চোখ বুঝে বিশ্বাস করেন তাহলে বুঝবেন আপনি তাকে ভালোবাসেন।
  • ভালোবাসা কখনই দেখানো যায়না। ভালোবাসা অনুভব করা যায়।
  • যতই মুখ দিয়ে বলুক না ভালোবাসি, যদি সেই ভালোবাসি শব্দটা আপনার হৃদস্পন্দন না বাড়ায় তাহলে বুঝতেই পারছেন সেটা কি!

স্বামী বা স্ত্রীকে বার বার পাল্টা যায় না। তাই জীবন সঙ্গিনী বাছাই করার পর তাকে নিজের সর্বোচ্চ ভালোবাসায় সিক্ত করবেন।

আরো পড়ুন- দুষ্টু বউয়ের গল্প – পাগলীটা আমায় খুব বেশি ভালোবাসে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *