একতরফা ভালোবাসা

একতরফা ভালোবাসা – এভাবে ভালবাসলে জীবন ধন্য হবে আপনার

একতরফা ভালোবাসা – এভাবে ভালবাসলে জীবন ধন্য হবে আপনার: এক তরফা ভালবাসার শক্তই অন্যরকম। কারো উপর নির্ভর করতে হয় না। কোন কিছু হারানোর ভয়ও থাকে না, স্বয়ং প্রেম দেবতা কিং শাহরুখ খান বলেছেন- জীবনে সবচেয়ে দামী ও সুখকর ভালবাসা হচ্ছে এক তরফা ভালবাসা কিংবা প্রেম। একটার পর একটা ধোঁকা পাচ্ছেন বা প্রিয় মানুষটিকে হারাচ্ছেন? তাহলে আমাদের লেখিকা সারমিন আক্তার মৌসুমী এ বিষয়ে আপনাদের চমৎকার কিছু কথা বলবেন। আশা করি আপনাদের ভাল লাগবে।

রিলেশনশিপ

একটা সম্পর্ক তৈরি করতে লাগে দুজন মানুষ। দুজনের অপার ভালবাসা, বিশ্বাস আর একসাথে বাকী জীবনটা কাটানোর তীব্র ইচ্ছা।

একটা সম্পর্কে থেকেও যদি আপনাকে একাই চলতে হয়। অপেক্ষা করতে হয় একটু সময় তার সাথে কথা বলার জন্য। তারপর সে সময়টাতে ও ব্যস্ততা দেখতে হয়। হয়তো তখন পুরো পৃথিবীটাই ঘোলাটে হয়ে যায়। একটা কল করার অধিকার যখন থাকে না। তখন কথাগুলো গলায় আটকে থাকাই স্বাভাবিক। একটু দেখার তীব্র ইচ্ছা যখন পূর্ণ হয় না। তখন চোখ বেয়ে অশ্রু ঝরাটাই স্বাভাবিক।

যেখানে কোন অধিকার নেই সেটা কখনও সম্পর্ক নয়। যে মানুষটার কাছে আপনার চাওয়া পাওয়াগুলোর কোন মূল্য নেই। সে মানুষটার অপেক্ষা করাটাও বোকামি। কারন আপনি তার কাছে মূল্যহীন। মূল্যহীন বলেই আপনি দিনের পর দিন কষ্ট পাচ্ছেন। আপনার আত্মচিৎকার আপনাকে গ্রাস করছে, আর এতে তার কোন মাথা ব্যথা নেই।
একতরফা ভাবে কখনো সম্পর্ক হয় না। একতরফা ভাবে শুধু অবহেলা করা যায়। ভিষণ অবহেলা সহ্য করা যায়।

একতরফা ভালোবাসা

এমন একটা মূল্যহীন সম্পর্কে যদি আপনি থেকেই থাকেন তবে ছেড়ে আসুন। হ্যা! ছেড়ে আসুন। ইচ্ছে করলেই যেমন কাওকে ভালবাসা যায়না। ঠিক ইচ্ছে করলেই কাওকে ভুলা যায় না।তাই ভালবাসার ধরনটা একটু বদলে দিন। ভালবাসতে আপনার সেই মানুষটার প্রয়োজন নেই। সত্যি বলছি প্রয়োজন নেই। বরং এ সম্পর্কে যত আটকে থাকবেন নিজের ভিতরে ভালবাসার অনুভূতিগুলো হারাতে থাকবেন।

হয়তো একসময় ভালবাসার বদলে আপনার সেই মানুষটাকেই ঘৃণা করতে থাকবেন। নিজের ভালবাসার মানুষটাকে ঘৃণা করার আগেই তাকে একতরফা ভাবে ভালবসতে শিখুন। এমনিতেও আপনি এ সম্পর্কে একাই। তাই একাই ভালবাসুন। কারো ভালবাসার অপেক্ষা ছাড়া। যেখানে শুধু আপনি আছেন। কারো প্রতি কোন চাহিদা নেই। কারো অবহেলা নেই।করো অপমান নেই। কারো অপেক্ষা নেই। একতরফা ভালবাসার নিজস্ব সুখ এটাই। এখানে যেমন কারো দেওয়া দুঃখ নেই,তেমনি কারো কাছে সুখের চাহিদাও নেই। এখানে অন্য কারো অবস্থান নেই।

একতরফা ভাবে কাওকে আজীবন ভালবাসা যায়। ভালবাসার মাপকাঠি শুধুই ভালবাসা। হ্যা, ভালবাসলে সবাই আমরা একটা সম্পর্ক চাই। কারন সে মানুষটাকে জীবনে পাওয়াই যেন মূখ্য হয়ে ওঠে। কিন্তু যখন সম্পর্কে থেকেও একা। তখন একা থাকাটাই বোধহয় শ্রেয়। কারো অবহেলার চেয়ে নিজের ভালবাসায় নিজেকে সিক্ত করাটাই উত্তম।

আরো পড়ুন- ছলনাময়ী ভালোবাসার গল্প – ধোঁকা ও ভ্রম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *