একটি অসহায় মেয়ের গল্প

একটি অসহায় মেয়ের গল্প: এভাবেই একদিন শেষ হয়ে যায় মেয়েটার জীবন শিখা। নিভে যায় জীবন প্রদিপ। শুধু পরে থাকে কিছু স্মৃতি।


মূলগল্প

একরাজ্যে একজন মেয়ে ছিলো। মেয়েটা ছিলো বরই মেধাবী। সব দিক দিয়ে মেয়েটি ছিলো যেমন দেখতে তেমনই কাজে কর্মে।
তবে মেয়েটার একটাই সমস্যা ছিলো। মেয়েটা শত কষ্টেও কাঁদতে পারবো না। বুক ফেটে যেতো কষ্টে কিন্তু চোখে জল আসতো না কখনো।

মেয়েটির হাজারও আত্বীয় সজন বন্ধু বান্ধবী থাকা সত্যেও মেয়েটি ছিলো বড় একা।
মেয়েটি,অলপোতেই সবাইকে বিশ্বাস করতো ভালবাসতো। আর সেটাই হতো মেয়েটির কাল।

মেয়েটির সব চাইতে বেশি দুর্ভাগ্য ছিলো তার মা বাবা ভাই বোনকে নিয়ে। তারা সবাই ছিলো স্বার্থপর। কেউ মেয়েটিকে বুঝতোনা। সবাই শুধু নিজের টাই বুঝতো।

মেয়েটাকে যখন কেউ বিনা কারনে মারধর করতো তখন মেয়েটা পাগলের মতো হাসতো। আর এই হাসিটাই হতো ওর আরো বেশি মাইর খাওয়ার কারন। শত চেষ্টা করেও মেয়েটি কাঁদতে পারতো না কিছুতেই।

মেয়েটির যখন খুব মন খারাপ থাকতো তখন ওর খুব ইচ্ছা হতো ওর প্রিয় মানুষটার সাথে কষ্টটা শেয়ার করতে। কিন্তু ঐযে বলেনা কিছু মানুষের কখনোই কেও সত্যিকারের আপন হতে পারেনা। সেই মেয়েটারো তেমনই ছিলো।

মেয়েটি যাকে অসম্ভব ভালবাসতো সেও ছিলো এক নম্বরের স্বার্থপর। সে সব সময় শুধু নিজের বুঝটাই বুঝতো। কখনো মেয়েটির কথা ভাবতো না। মেয়েটির কোনো কথায় দাম দিতো না সে।

তাই মেয়েটি যখন সব বুঝতে পারলো। তখন মেয়েটি সেই প্রিয় মানুষটির থেকে নিজেকে ধিরে ধিরে সরিয়ে নিতে লাগলো।
এদিকে সেই প্রিয় মানুষটারও হয়তো স্বার্থ ফুরিয়ে গেছিলো তাই সেও সরে গেলো নিরবে।

মেয়েটি তখন কাওকে বিশ্বাস করতেও ভয় পায়। কারন এ যুগের মানুষ কারো বিশ্বাস রাখতে জানে না।
মেয়েটির মনে ছিলো হাজারো কষ্টের পাহাড়। কিন্তু সেই কষ্টগুলো ছিলো নিরব নিশ্চুপ। তাই কেউ সেটা দেখতোও না আর জানতোও না।
মেয়েটা সব সময় নিজের কষ্টগুলো কে মিথ্যে সুখ আনন্দ হাসি ও দুষ্টুমির আরালে লুকিয়ে রাখতো।

এভাবেই একদিন শেষ হয়ে যায় মেয়েটার জীবন শিখা। নিভে যায় জীবন প্রদিপ। শুধু পরে থাকে কিছু স্মৃতি। যে স্মৃতি গুলোও দীর্ঘস্থায়ী নয়। স্মৃতি গুলোও একদিন স্মৃতি হয়ে যায়। মুছে যায় সবার মন থেকে। হারিয়ে যায় তার নামটাও।

লেখা – সোনালী

সমাপ্ত

(পাঠক আপনাদের ভালোলাগার উদ্দেশ্যেই প্রতিনিয়ত আমাদের লেখা। আপনাদের একটি শেয়ার আমাদের লেখার স্পৃহা বহুগুণ বাড়িয়ে দেয়। আমাদের এই পর্বের “একটি অসহায় মেয়ের গল্প” গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী গল্প পড়ার আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ।)

আরো পড়ূন – স্বর্গ সংসার – শাশুড়ি বউয়ের গল্প

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *