গভীর প্রেমের কবিতা – প্রিয়তমা: ভালবাসায় মানুষ হারিয়ে যায়, হারিয়ে ফেলে তার নিজেকে। বার বার চেষ্টা করেও নিজেকে আর আগের মত খুঁজে পাওয়া যায় না। তখন শুধু স্মৃতি স্মরণ করেই কাটাতে হয়। এমন এক উপলদ্ধির কবিতা এটি।
প্রিয়তমা
– অভ্রনীল শাকিল
“বহুদিন নিজেকে নিজে ভালোবাসি না”
নিজের মধ্য নিজেকে এখন আর খুঁজে পাইনা।
তোমার মাঝে আজ নিজেকে আবিষ্কার করি প্রতিনিয়ত,
তোমাকে ভালোবাসার মাধ্যমে ভালোবাসি নিজেকে।
তোমাকে কষ্ট দেওয়ার মাধ্যমে কষ্ট দিই নিজেকে।
নিরলস বিকেলে যখন আমাকে নিয়ে পড়ি বিরাম্বণায়,
কামিনীতলায় চলে এসো সুখ দুঃখের গল্পের লাইনগুলো লিখে চলবো অবিরত!
আমিহীন এই আমি তো থাকি তোমার চায়ের কাপে চুমুকের ঠোঁটে,
আমিহীন আমি দিন থেকে লুকিয়ে উঠে পড়ি চাঁদ হয়ে,
তন্দ্রাবতি প্রিয়ে তোমার অমবশ্যা রাতের শহরের আকাশে।
আমার তো বসোবাস তোমার আশ্বাস, প্রবঞ্চনা দীর্ঘশ্বাস, প্রেম আর ভালোবাসায়।
রোজ ভোরে তোমাতে জেগে উঠি,
রোজ সন্ধ্যায় তোমাতে অস্ত যাই।
আমি যখন নেই আমাতে তুমি আঁদুরে আলতো সূরে কাছে ডেকে নিও মোরে,
ভালোবাসলে ভালোবাসিতে পারো না ছেড়ে যাওয়ার মত করে।
তোমার কালো চুলের বেনিতে খুঁজে পাবে আমাকে,
তোমার তীক্ষ্ণ চোখের কাজলেও পাবে খুঁজে,
বার বার আমার মধ্যর না থাকা আমিটাকে ভেঙে গড়ি তোমার মনের মত করে।
দিনের আলোঁতে ডুবে যাওয়া চাঁদের মত আমার ভিতরের সত্তাটাকে বিলিন করি তোমার সত্তাতে।
আরো পড়ুন- প্রাক্তন নিয়ে কবিতা – প্রাক্তন আমি