বাসর রাতের রোমান্টিক দৃশ্য – আর একটু করোনা প্লিজ

বাসর রাতের রোমান্টিক দৃশ্য – আর একটু করোনা প্লিজ: প্রথম বিয়ে তো, এ কারণে একটু সমস্যা হচ্ছে। আর কয়েকটা বিয়ে করলেই ঠিক হয়ে যাবে।


মূলগল্প

মনে মনে হাজার বার আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বাসরঘরে প্রবেশ করলাম। ঢুকেই দেখি বউ আমার ১২ হাত শাড়িতে ১৩ হাত ঘোমটা দিয়ে রাখছে। কি করব কিছুই বুঝতে পারছি না। কোনো কথা না বলে শান্তভাবে বারান্দায় চলে গেলাম।

মোবাইলটা বের করেই দেখি ৩৭ টা ম্যাসেজ। এতটা বিখ্যাত কবে হলাম? অনেক বন্ধু বান্ধবরাই বিয়ের শুভেচ্ছা জানাইছে। চ্যাট অন করে দেখি ইয়ামিন একটিভ।

ওকে নক করলাম-

আমিঃ দোস্ত!
ইয়ামিনঃ আরে দোস্ত! বিয়েটা তো করেই ফেললি।

আমিঃ ধুর, শালা!! একটা গোলকধাঁধায় আটকে গেছি।
ইয়ামিনঃ মানে? কই তুই? বাসরঘরে যাস নাই?
আমিঃ আরে ঢুকছি। এরপরে কি করমু? বুঝতাছি না।
ইয়ামিনঃ ওয়েট! তুই এক কাজ কর।
আমিঃ কি?

ইয়ামিনঃ তুই গুগলে সার্চ দিয়ে দেখ।
আমিঃ কি লিখে সার্চ দিব?
ইয়ামিনঃ ‘বাসর রাতে করণীয়’ লিখে সার্চ দে।
আমিঃ ফাইজলামি করস?

এই বলে ফোনটা রেখে দিলাম। হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। ভয় পাইতেছি মনে হয়। সাহস করে বউ এর সামনে গেলাম। কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে।

তবুও বললাম-

আমিঃ আচ্ছা! আমি কি আপনাকে দেখতে পারি? আসলে সারাদিন সবাই বউ দেখা নিয়ে ব্যস্ত ছিল। আমার দেখার সুযোগ হয় নাই।

ওপাশ থেকে কোনো উত্তর এলো না। কিছুক্ষণ পর বউ বিছানা থেকে নেমে এসে আমাকে সালাম করল। আমিও সহসা তার পায়ে হাত দিয়ে সালাম করলাম।

বউঃ এ মা! এ কি করছেন?
আমিঃ কেন? আমার সালাম করতে হবে না?
বউঃ মাথা নেড়ে না করলো।

আমিঃ প্রথম বিয়ে তো, এ কারণে একটু সমস্যা হচ্ছে। আর কয়েকটা বিয়ে করলেই ঠিক হয়ে যাবে।
আমার এই কথা শুনে বউ এর অগ্নিদৃষ্টি আমাকে গিলে খাওয়ার উপক্রম হলো।
বউঃ কি বললি, তুই? আরো বিয়ে করবি মানে? তাহলে আমাকে বউ করে আনলি কেন?

এসব বলেই কাঁদতে আরম্ভ করলো। আমিও খানিকটা ভঁড়কে গেলাম। কি বলতে কি বলে ফেলছি এইটা! ওকে থামানোর অনেক চেষ্টা করলাম। কিন্তু আমার কোনো কথাই সে শুনলো না। আমার সাথে কোনো কথা না বলেই সে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর বারান্দায় গিয়ে ওকে সরি বললাম। ও কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়ল।

আমিও ওর পাশে গিয়ে শুলাম। ওর হাতটা ধরে বললাম-

আমিঃ আমি কিন্তু বুঝে শুনে কোনো কথা বলি নি।
বউঃ আমি জানি। আর এটাও জানি যে, আমার এই বোকা জামাইটাকে মানুষ করার দায়িত্ব এখন আমার।

আমাকে বোকা বলল দেখে ভীষণ রাগ হলো। কিন্তু সমস্ত রাগটা হাসির মধ্যেই লুকিয়ে রাখলাম। তারপর ওর হাতটা ধরে ঘুমিয়ে পড়লাম।

সকাল বেলা আম্মুর ডাকে ঘুম ভাঙলো।
আম্মুঃ কি রে, মনি! কত বেলা হয়েছে দেখ। এখনো ঘুমোচ্ছিস? স্কুলে যাবি না?
ঘুম থেকে উঠে খানিকক্ষণ হতভম্বের মতো এদিক সেদিক তাকালাম। কোথায় আমার বউ? পাশে পড়ে আছে আমার সেই কোল বালিশটা।

লেখক: এম এন মাহমুদুল হাসান (মনি)

সমাপ্ত

(পাঠক আপনাদের ভালোলাগার উদ্দেশ্যেই প্রতিনিয়ত আমাদের লেখা। আপনাদের একটি শেয়ার আমাদের লেখার স্পৃহা বহুগুণ বাড়িয়ে দেয়। আমাদের এই পর্বের “বাসর রাতের রোমান্টিক দৃশ্য”গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী গল্প পড়ার আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ।)

আরো পড়ূন – আজ যে আমার বিয়ে হবে সেটা আমি সকালেও জানতাম না – বাসর রাত । Basor Raat 18+

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *