ভালোবাসার রোমান্টিক এসএমএস – Bangla Love Sms

Romantic Love Sms

ভালোবাসার রোমান্টিক এসএমএস (Bangla Love Sms): ভালোবাসার মানুষটিকে রোমান্টিক সব এসএমএস দিয়ে অভিমান ভাঙ্গিয়ে কাছে টেনে নিন।


স্মৃতির দূরবীনে চোখ রাখো প্রিয়তম,
চেয়ে দেখো শুকতারার মতো ঝলঝল
জ্বলছে তোমার সুহাসিনীর দু নয়ন,
সেদিন অমবস্যার হাঁটে ছেড়ে এসে তারে,
তুমি সাজিয়েছো তোমার আলোর স্বপন।

স্মৃতির ঢেউ এসে আজও,
জল জমায় চোখের কূলে।
আলোয় ভুলে যাওয়া আমি,
আঁধারে থাকি তোর দখলে।

তেল ফুরিয়ে যাওয়া কুপিটা যেমন নিঁভে যাওয়ার আগে প্রজ্জ্বলিত হয়ে উঠে শেষবারের মতো,
তেমনি তোমাকে ভুলে যাবার আগে প্রাণভরে আরেকটু ভালোবাসতে চাই প্রাক্তন।
তারপর না হয় ঘৃণার অঞ্জলি দেব,
তোমার থেকে চিরতরে মুখ ফিরিয়ে নেব।
যা তুমি কামণা করেছো বারংবার।

এখন রাতের শেষ প্রহর,
শ্বাস নিতে ভুলে গেছে শহর।
গাছের পাতারা প্রাণহীন চোখে,
নিভে যাওয়া তারা খোঁজে
প্রেম নিয়ে বুকে।

তুমি এসেছিলে এই জীবনে অতিথি পাখি হয়ে?
মিথ্যে মায়ায় জড়িয়ে কেন চলে গেলে!
চলে যদি যেতেই হয় কেন কাছে এলে?
ভালোবাসি শুধু তোমায় কেন বলেছিলে?
ফিরে আসার ইচ্ছে যদি তোমার আবার হয়,
ফিরে তুমি এসো- সবকিছুই ভুলে গিয়ে।
কাছে টেনে নিবো, ভালোবাসি বলেছিলাম।
এটা মিথ্যে নয়।

তোর কোকিলকণ্ঠী গান,
আমার কেড়ে নিলো মন।
তোর দুষ্টু-মিষ্টি চাহনি,
আর,আঁড় চোখের রেশ।
তোর দিঘল কালো চোখ,
আর রেশমি কানের দুল।
তোর খোঁপায় গোলাপ ফুল,
নীল শাড়ীতে মন মাতানোর ঘোর।
তোর দুষ্টু মিষ্টি হাসি,
আমায় দিয়ে গেলো ফাঁসি।

বলতে ইচ্ছে করে,
খুব করে তোমাকে।
র্নিলুপ্ত নিরহ আবেগে,
বেড়েছে ঋণ দিনে দিনে
জীবনের কাছে শেষে ।
তাই তোমাকে ভালবাসি শব্দটি,
মনে হয় নিঃসপ্রভ অভিব্যক্তি , স্বীকারোক্তি।
নিজেকে নিঃশেষ করার নিমিত্তে,
তিলে তিলে , অপেক্ষায় ভালবাসায়,
অপেক্ষার দীর্ঘ নিঃশ্বাসে ভালবেসে।

আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।
এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্যের ঘরের ঘরনী
একদিন আমাদের দেখা হলো তখন;
তুমি জিজ্ঞেস করেছিলে,”কেমন আছো?”
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

শুকনো পাতার মত,
কত ভালোবাসাকে উড়িয়ে।
দিতে হয় অসীম অতীতে।
কেউ কেউ ছিলো রঙ্গিন স্বপ্ন।
পছন্দের মুখ,
আজ তারা নতুন আলমারিতে পুরনো বই,
ধুলোয় আটকে থাকা প্রেম।
আমি তাকে ছাড়তে পারছি কই?

আমার সকল কাগজে,
তিক্ত অন্ধকারের কবিতা লিখা,
যার প্রত্যেক কালিতে ফুটে ওঠে,
এক অদ্ভুত স্মৃতির পাতা।

স্বেচ্ছায় আমি হেরে যাই,
তুমি পাও আনন্দ।
তুমি যদি বনলতা হতে,
আমি হতাম জীবনানন্দ।

তোমার মনটাকে ছুঁতে চাই,
ভালোবাসা দিয়ে।
যতই বিপদ আসুক না কেন,
হার মানব না কাপুরুষের মতো ভয় পেয়ে।

দলে গেছে ভালবাসার সংজ্ঞা,
নিয়মের উল্টো স্রোতে চলছে পৃথিবী,
প্রেমের অপমৃত্যু ঘটিয়ে বোতলে বোতলে ভালবাসা,
বিক্রি হয় অর্থের বিনিময়ে।
আত্মা আজ প্রেআত্মার নখর ছোবলে ক্ষত বিক্ষত,
জ্যোস্নার আলো মরে গেছে পানশালার মেকী আলোর আগ্রসনে,
চারিদিকে আজ শকুন চোখের লুভাতুর দৃষ্টি,
কি করে আমি ভালবাসার স্বপ্ন উড়াব আকাশে বাতাসে।
উনুনের লেলিহান শিখায় জ্বলে আমার স্বপ্ন বিলাসী নদী,
রঙিন বসন্ত মরে গেছে সুকনো পাতার মর্মর চিৎকারে,
চারিদিকে মেকী চারিদিকে ফাঁকি,
প্রকৃতির নিখাদ ছোঁয়ার স্পর্শে,
ভালবাসার পদ্ম পুকুর আজ আর নেই।

আরো পড়ুন – ৫টি সেরা ভালোবাসার রোমান্টিক চিঠি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *