সময়ের কবিতা

সময়ের কবিতা – স্বপ্নাহত বুনো শঙ্খচিল | Bangla Kobita

সময়ের কবিতা – স্বপ্নাহত বুনো শঙ্খচিল: সময় সব কিছুকে নতুনের মত বদলিয়ে দেয়। শুধু তাই নয় অনুভূতি, ভাবনা আর কল্পনা পায় নতুন রুপ। এরকমই একটি নতুনত্ব ও ভালবাসা নিয়ে কবিতা আজ আপনাদের বলব।

স্বপ্নাহত বুনো শঙ্খচিল

মোহনা জাহ্নবী

তুমি বদলে গেছো ভেবে
যখন আমার উঠোনে
থমকে গিয়েছিলো দুপুরবেলা,
তুমি বদলে গেছো ভেবে
যখন আমি অগোছালো হয়ে গিয়েছিলাম খুব,
জীবনের প্রতি করেছিলাম তীব্র বিরুদ্ধাচার,
তখন এক কাকডাকা ভোরে
আমি বুঝতে পারলাম-
তুমি বদলাওনি এতোটুকু,
মানুষ আসলে বদলায় না কোনোদিন,
বদলে যায় পরিস্থিতি,
বদলায় সম্পর্ক আর সম্পর্কের
একান্ত অনুভূতিগুলো!

যেই তুমি একসময় রোজ
আমার দিনরাত্রির সাথে মিশে ছিলে,
সেই তুমিটার সাথে কথা হয় না বহুদিন,
আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো,
কিন্তু নাহ্ তুমি বদলে যাওনি এতোটুকু,
শুধু আমার প্রতি তোমার আর আগের মতো ভালোবাসার জন্ম হয় না;
তার মানে তো এই নয়
তুমি ভালোবাসতেই ভুলে গেছো,
যাকে আমি বদলে যাওয়ার ব্যখ্যায়
ফেলতে পারতাম!

তুমি আজো ভালোবাসতে জানো,
তবে আমাকে নয় অন্য কাউকে,
অনেক পরে এসে বুঝতে পারলাম
আসলে তুমি বদলে যাওনি,
বদলে গেছে আমাদের সম্পর্কের অনুভূতিটা!

এ শহরের মানুষ একটা ফুলের টবেও
নতুনত্ব খোঁজে,
যে কোনোকিছু খুব অল্পতেই
একঘেঁয়ে হয়ে যায়
এই যান্ত্রিক শহরের মানুষগুলোর কাছে;
আমিও হয়তো একঘেঁয়ে হয়ে উঠেছিলাম
তোমার কাছে,
তাই নতুন কাউকে খুঁজে নিয়েছো,
আর যাই হোক এটাকে অন্তত
বদলে যাওয়া বলেনা!

বছর ঘুরতে না ঘুরতেই শৌখিন মানুষগুলো দেয়ালের রং পাল্টে ফেলে,
পুরনো মডেলের ফার্ণিচার ফেলে
নতুন ফার্ণিচার ঘরে তোলে;
তুমিও বড্ড শৌখিন মানুষ,
তাই পুরনো সম্পর্কের শেষ ধূলিকণা পর্যন্ত
ঝেরে ফেলে দিয়ে নতুনকে বরণ করেছো;
তোমার প্রিয় কবি বলেছিলেন-
নতুনকে গ্রহণ করতে না পারাটা গোঁড়ামি,
তুমি তো আবার গোঁড়ামি পছন্দ করো না
তাই না অর্চিস্মান!

অথচ দেখো আমি আজও
তোমার সাথে ঘর বাঁধা হলো না বলে
দুঃখ পুষে বেড়াই,
স্বপ্নগুলো উনুনে দেই,
তা ছাই না হয়ে খাঁটি সোনা হয়ে যায়,
আর আমি আহত স্বপ্নগুলো নিয়ে
হেঁটে চলি রোজ
এ শহরের অলিতে গলিতে!

কিছুদিন পর হয়তো তোমার জীবনে
আবার নতুন কেউ আসবে,
তুমি শেষ বিকেলের ছাদে দাঁড়িয়ে
তার কথা ভাবতে ভাবতে সন্ধ্যা নামাবে,
দেখবে তেমনই কোনো এক মায়াবী সন্ধ্যায় কোনো পাখি নীড়ে ফেরার সময়
তোমার শেষ বিকেলের ছাদে ফেলে যাবে
একটা ঝরে যাওয়া মৃত পালক,
যে পালকের গায়ে লেগে থাকবে
আমার বুনো ঘ্রান
আর ভেঙে যাওয়া স্বপ্নের নীল নকশা!!

আরো পড়ুন- একলা মেয়ে কবিতা – আমি মেয়ে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *