সবুজ শাড়ির কবিতা – তুমি আসবে বলে | Bangla Kobita

“তুমি আসবে বলে”
– মনিকা রিজোয়ান
তুমি আসবে বলে হে প্রিয়,
কলাপাতা রঙের সবুজ শাড়িটা পড়বো,
চুল গুলো না বেঁধে পিঠের ওপর আউলা কেশ করে রাখবো,
তাতে গোঁজা থাকবে একটা রক্তজবা ফুল।
কপালে দিবো ছোট্ট নীল টিপ,
যা তোমার আসার প্রতীক্ষায় যেন পাগল হয়ে যাচ্ছে।
চোখে দিবো গাঢ় কাজল,
যা তোমার হৃদয়কে সহজে হরণ করে নিয়ে যাবে।
ঠোঁটে থাকবে মৃদু হাসি,
যা তোমার পথকে আরো সহজ করে দিবে।
ও হ্যা আর শোন হাতে এক গাছি রেশমি চুড়ি পড়তে একদম ফাঁকি দিব না,
যার রিনিঝিনি শব্দ তোমাকে সহজে আমার মনের রাস্তা চিনিয়ে দিবে।
পায়ে পড়বো নুপুর,
যার রুমঝুম শব্দ দুজনের পথকে সহজে পাড়ি দেওয়া সহজ করে দিবে।
আমি দাঁড়িয়ে থাকবো অনন্তকাল অনন্তবছর ধরে শুধু তোমার অপেক্ষায়।
তোমার ওই হাসি মুখ আমাকে দিশাহারা করে ফেলবে।
এখন বলো তুমি কি আসবে,,
নাকি আমার এই প্রতীক্ষায় ব্যর্থ হয়ে যাবে।
মনের কষ্ট নিয়ে চোখের জলে কাজল ধুয়ে যাবে,
রক্তজবাটা শুকিয়ে যাবে,
মলিন হয়ে যাবে আমার হাসি,
চুড়ি গুলো ভেঙে যাবে।
হঠাৎ কিছু না পাওয়ার কষ্টে আমার সমস্ত হৃদয় মন ভেঙে চুরমার হয়ে যাবে।
সবুজ শাড়ির কবিতা – তুমি আসবে বলে
– মনিকা রিজোয়ান
তাং- ১৫-০৮-২০১৯
আরো পড়ুন: বেকার ছেলের প্রেম – ভালবাসার মানুষের কাছে ফেরা