মিষ্টি মেয়ে কবিতা – সরল মেয়ে | Bangla Kobita

মিষ্টি মেয়ে কবিতা – সরল মেয়ে: গ্রামের মেয়েদের মাঝে একটি অন্যরকম ব্যাপার আছে, প্রকৃতির খোলা বাতাসে বেড়ে উঠা প্রতিটি মেয়ে যেন প্রকৃতি কন্যা। একধরনের মায়া ও সরলতা আছে এদের মধ্যে। এমনি এক গাঁয়ের মেয়ের মনের কথা নিয়ে লেখা কবিতা এটি।

সরল মেয়ে

– খাদিজা নূর মৌরিন


রঙটা নাহয় একটু গাঢ়,
চোখ দুটো নাহয় ডাগর ডাগর,
হাসিটা না হয় বাঁকা ভাবেই মানায়,
তাদের কি ভালোবাসতে হয় না বুঝি?

গ্রামের রাস্তায় না হয় হেলেদুলে হাটিঁ,
কলসির ভাড়েঁ একটু ঝুঁকে পরি,
ঘুরি ওড়ানোর মাঝে আনন্দ খুঁজে মরি,
তাদের ভালোবাসার মানুষ হয় না বুঝি?

লাল শাড়ি, লাল টিপ আর আলতায় বেশ আছি
শহরের ছাইপাঁশ, মডেলিং না জানি,
উঁচু জুতা পড়ে হাঁটতে না পারি,
তাদের কি বিশ্বস্ত মানুষ হয় না বুঝি?

কাজল দিয়েই সাঁজ আমার শেষ করি,
লিপিস্টিক কারে কয় তা তো না জানি,
কেশ আমার বেণী করেই রাখি,
তাদের কাজল লেপ্টে থাকা চোখের কেউ প্রেমে পড়ে না বুঝি?

পড়ালেখা অতো না জানি,
তবে গুছিয়ে কথা বলতে পারি,
মানুষ কি ভাবে তা নিয়ে না ভাবি,
তাদের এ আচরণে কেউ মুগ্ধ হয়না বুঝি?

তুমি পুরুষ ভালোই বোঝো
শহুরে মেয়ে, দেখতে মিষ্টি ভারি,
আমি? গ্রামের কোণে পরে থাকা সামান্য এক নারী।


আরো পড়ুন- কষ্টের কবিতা – কষ্টের জীবন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *