মনের জানালা কবিতা – শুধু তোমাকেই চাই: ভালবাসার গভীরে হারিয়ে যেতে চাই, যতটা হারালে আমার মনের কল্পনাকে রং দিতে পারি। মনের কথাগুলো মুক্ত আকাশে মেলে দিয়ে রঙ্গীন স্বপ্নে হারিয়ে যেতে চাই, এমনি এক কল্পনা মিশ্রিত মনের ভাব নিয়ে এই কবিতা।
শুধু তোমাকেই চাই
– মোহনা জাহ্নবী
তোমাকে চাই সূর্য না দেখা সকালের
প্রথম আলোর মাঝে,
কখনোবা জীবনের জটিল সমীকরণের মতো রসায়নের বইয়ের ভাঁজে,
ভরদুপুরে ক্লান্তি পেলে
তোমায় চাই স্বস্তির নীরবতায়,
রেললাইন ধরে হাঁটা একলা বিকেলে
তোমাকে চাই,
সন্ধ্যা যখন গোধূলীর সাথে সন্ধি করে
তখন তোমার চোখের দিঘীতে সূর্যাস্ত দেখতে চাই,
অন্ধকার রাতে জোনাকির আলোতে
তোমায় দেখবো বলে
আজো প্রদীপ জ্বালি না ঘোর আমাবস্যার রাতে!
তোমায় চাই শুকনো গোলাপের স্নিগ্ধতায়,
আর হেমন্তের জ্যোৎস্নারাতে নতুন ধানের সুবাসে,
নাস্তার টেবিলে বসে পাশের খালি চেয়ারটাতে তোমাকে চাই সকাল বিকেল আর সন্ধ্যা ঘনিয়ে এলে!
অডিটোরিয়ামের বোরিং ক্লাসে বসে
তোমাকে চাই সময় কাটানো
প্রতিটি এসএমএস’এর ভীড়ে,
গভীর রাতে দু’চোখের জলে লেখা অনুকাব্য আর তার প্রতিটি ছন্দে একান্তে তোমাকে চাই,
ঝড়ের রাতে আঁকড়ে ধরা হাত আর
প্রতিটা আঙুলের ফাঁকে তোমাকে চাই,
ইংলিশের না বোঝা এলোমেলো গ্রামারের ভীড়ে তোমার স্পর্শ চাই একান্ত সঙ্গোপনে!
কখনোবা মরুভূমির বুকে তাঁবুর নিচে কাটানো প্রতিটি রাতে তোমায় পাশে চাই
বিশ্বস্ত সঙ্গীর মতো,
তোমায় চাই সারাবেলা,
তোমায় চাই জীবনের বাকিটা সময়।।
আরো পড়ুন- গভীর বেদনার কবিতা – ভালো থেকো প্রিয়