বিরহের কবিতা

বিরহের কবিতা – ভালো থেকো প্রিয় | Sad Kobita Bangla

বিরহের কবিতা – ভালো থেকো প্রিয়: ভালবাসার প্রিয় মানুষটি যখন আর নিজের কাছে থাকে না, থাকে না কোন অধিকার, রাগ বা অভিমান করার সুযোগ। এরকম এক হারানো বিরহের কবিতা শোনাবেন কবি খায়রুন নেসা।

বিরহের কবিতা

খায়রুন নেসা

নূর! অনেক দিন হলো তোমার সাথে কথা হয় না,
একটা সময় আমার হৃদয়ে ছিলো তোমার অবাধ আনাগোনা।

আমি কৈশোরের দুরন্তপনায় কাগজের ঘুড়ি উড়াতাম
মনে আছে নূর! আমার হাতে দিয়েছিলে একটা চিরকুট,
স্কুলের সেই বেঞ্চে বসতাম,যেখানে তুমি বসতে
তোমার আড়চোখের চাহনি তারপর কেনো যেনো হাসতে।

কত কথা, কত গল্প!
কখন যে তোমার খুব কাছে চলে এসেছিলাম
তুমি স্বপ্ন দেখালে,
ভাবতে শেখালে,
এরপর কেনো চলে গেলে?

নূর! মনে পড়ে একসাথে ক্যাম্পাসে যাওয়ার কথা?
আমায় ছাড়া যেনো তোমার একপাও সরে না,
সেই তুমি আজ এতো দূরত্বে কেন! বলো না?

বাড়ি ফিরতাম একসাথে,
আমার কাঁধে তোমার মাথা এলিয়ে দেয়া
কত আপন করে পথ চলবে বলেছিলে
তবে বলো, কেন চলে গেলে?

শেষবার যখন বাড়ি ফিরলাম,
তোমার চিরকুটের অপেক্ষায় ছিলাম
আমাকে নির্বাক করে দিয়ে আমার হাতে দিলে
একটা কাগজের টুকরো,
সেখানে লেখা ছিলো তোমার নাম
পাশে অপরিচিত অন্য নাম।

আমি খুব অবাক হয়েছিলাম নূর জানো!
খুব কেঁদেছিলাম, খুব কেঁদেছিলাম
তোমার চোখে অন্য সুখের প্রলাপ দেখলাম
নিজেকে গোপনে সামলে নিলাম।

বুঝতে পারলাম তুমি এখন অন্যতে স্বপ্ন আঁকছো,
তাহলে আমার চোখে আঁকা স্বপ্নটা কি ছিলো?
স্বপ্নের চোরাগলিতে হাটতে হাটতে পথ,
হারিয়ে আজ ক্লান্ত আমি।

তুমি বললে, তোমার লাল শাড়িতে জড়ানো মহলে আমায় আসতে
শত শত কষ্ট জমেছিল বুকে,
একাই পুড়ছিলাম ধুঁকে ধুঁকে।

একটা উপহার নেয়ার সাধ্য তখন আমার ছিলো না
কিন্তু ভালোবাসার মানুষটিকে হারাবো
একটা শেষ চিহ্ন কি দিবো?
সবশেষে ভর্তি ফি ছিলো শেষ অবলম্বন
সেই মুহূর্তে সেটাই আমার শেষ সম্বল।

তোমার ইচ্ছে মতোই উপহার দিলাম
জমাট আয়োজনে তুমি,
হয়তো অনেকটা পথ আমি একাই হেটে এসেছি
তোমায় অনেক ভালোবেসেছি, “নূর”।

জানো নূর! ভালোবেসেছি বলেই হয়তো আজও
তোমায় ঘৃণা করতে পারি না
কান্না চেপে হাসি মুখে তোমার চলে যাওয়াকে
মেনে নিয়েছি,
আসলে, তুমি কখনই আমার ছিলে না।

তোমার কথা শুনতে ইচ্ছে করে খুব
খুব ইচ্ছে করে দু’চারটা এসএমএস আসুক
এ সুখে অন্তত দু’চোখ জলে ভাসুক।

তুমি একটা চিরকুটে স্বপ্ন দেখালে
একটা এসএমএসে জীবন থেকে তাড়িয়ে দিলে,
আমার আঙ্গিনায় এখন ধূসর মেঘ
নিকোটিনের ধোঁয়া কাটায় অসার আবেগ।

নূর! নতুন মানুষ কি খুব ভালোবাসে?
নতুন স্বপ্নে নতুন ঘরে তোমার সকল সুখ আসে?
ভালো থেকো নূর!
তোমার সংসার সুখের হোক।
আমি চললাম একার পথে
ভালোবাসাটা বুকে বেধে
ফিরবো না আর এ চোরাগলিতে।

আরো পড়ুন- সময়ের কবিতা – স্বপ্নাহত বুনো শঙ্খচিল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *