প্রাক্তন নিয়ে কবিতা – প্রাক্তন আমি | Praktan Kobita

প্রাক্তন নিয়ে কবিতা – প্রাক্তন আমি: ধরুন হটাৎ অনেক বছর পর আপনার প্রাক্তন প্রেমিকার সাথে দেখা হল। কেমন অনুভূতি হবে আপনার? কি বলবেন তার সামনে? এরকম এক পরিস্থিতি নিয়ে কবিতা লিখেছেন পূজা দত্ত।
প্রাক্তন আমি
– পূজা দত্ত
হঠাৎ দেখা হয়ে গেলো বছর কুড়ি পর,
এখন আমি প্রাক্তন তোর হয়েছে নতুন ঘর।
কেমন আছো তুমি? প্রশ্ন করলাম-
উত্তরে বললে চলে যায়।
আমি বললাম প্রাক্তনকে দেখে বুঝি এমন গোমড়া মুখেই ভালো থাকলেও না থাকার অভিনয় করতে হয়?
আর প্রাক্তনের যদি ঘর বর না থাকে তবে বুঝি আরো একটু অনুনয় করে বলতে হয়?
জবাব তোমার আটকে গেলো বিশ্বাস করো সেইদিন বোলপুর থেকে ফিরে কোলকাতা তোমায় ফোনে ডায়েল প্রথম করেছিলাম।
অনেক খুঁজেছিলাম জানো?
হেসে বললাম তাই বুঝি? তো ফোনটা কেনো ধরেছিলাম না একবার জিজ্ঞেস করলে না তো?
বলো শুনি,
দাঁড়িয়ে থাকবে?
ভুল ঠিকানায় যখন আবার এসেছো,
চা টা তো খাও?
না আর চা খাই না।
কেনো? তুমি না খুব চা খেতে নাকি আর ভালো লাগে না?
যে কঠিন অভ্যাস আমার ছিলো সেই তো আমাকে প্রাক্তন করে দিয়েছে।
তাই আজকাল ওসব খাই না।
তারপর বলো সব ভালো তো?
হুম ভালোই। আজ তবে উঠি বুঝলে? ন’টায় ট্রেন। মা খুব অসুস্থ আর বাবাও তো আর হাঁটতে পারেন না।
আচ্ছা বৌদি যে দেখা করলেন না?
আমি যে প্রাক্তন প্রেমিকা তোমার উনি কি জানেন না?
বার বার কেনো নিজেকে প্রাক্তন বলছো?
ঠিকই তো মনে মনে জ্বলছো।
কি ভীষণ ঝড় তোমার মাঝে গেছে সে কেবল আমি জানি ।
না না! অনিরুদ্ধ এসব কিছু আমি বাস্তবতা বলেই মানি।
খুব ইচ্ছে করছে জানো?
তোমার টি শার্ট ধরে একটানে তোমাকে কাছে আনি,
কিন্তু আমি যে প্রাক্তন,
ভালোবাসি চিৎকার করে বললে তোমার
নামে সব কথা হবে জানাজানি।
প্রিয়াঙ্কা এক প্রাক্তনের নাম
আজীবন দিয়ে গেছে তোমার
মিথ্যা ভালবাসার দাম।
ভালো থেকো,
সময় পেলে কোলকাতায় একবার এসো
তখন না হয় কিছু সময় পাশে থেকো।।
আরো পড়ুন- একলা চলার কবিতা – একলা চল রে