নীল চুড়ি কবিতা – নীল চুড়ির প্রেম: প্রথম প্রেম সবসময় স্পেশাল হয়। নতুন অভিজ্ঞতা, অবাক চোখ, কিছুটা ভয় আর এক বুক ভালবাসা নিয়ে এক অসাধারণ অনুভুতির সৃষ্টি করে, যা ভোলার নয়। এমনি এক স্মৃতিময় প্রেমে পড়ার কবিতা এটি।
নীল চুড়ির প্রেম
– রোকেয়া আক্তার পপি
তার সাথে যে দিন দ্বিতীয় বার দেখা,
সেদিন সে একটা কালো শার্ট পড়ে
হাতে লাল গোলাপ, আর একটা কাগজে মোড়ানো পেকেট হাতে আমার সামনে দাড়িয়ে ছিলো।
আমি অবাক হয়ে দেখছিলাম তার চোখ দুটো
কেমন মায়া ভরা, আবেগময় দৃষ্টিতে তাকে যেনো
আরো সুন্দর দেখাচ্ছিলো।
হঠাৎ তার গলার স্বর শুনে আমি স্বপ্নের দেশ থেকে ফিরলাম।
সে বললো,
মহারাণী, যদি একটু দ্যান ভাঙে কিছু বলার ছিলো
আমি হাসতে সম্মতি জানালাম,
হাটু গেড়ে বসে সে লাল গোলাপটা আমার সামনে এগিয়ে দিয়ে বললো,
তুমি কি আমার পৃথিবী হবে?
উওরে আমি বলেছিলাম
সূর্যের মতোন ঘিরে রাখতে পারবেন না মশায়?
প্রতি উওরে সে বলছিলো চাঁদ হয়ে থাকলে সমস্যা কোথায়?
আমি বললাম, আপনি সূর্য হলে আমি আপনার আলোয় আলোকিত হবো,
আমি আপনার পৃথিবী হবো আর আপনি আমাকে ঘিরে থাকবেন সারা জীবন।
আর আকাশে যতই মেঘ করুক সূর্য তো উদয় হবেই।
পৃথিবীর সূর্যের আলোয়,
একেক বার এক একটা নতুন রূপ পাবে,
বলেই ফুলটা তার হাত থেকে নিয়ে সযত্নে নিজের কাছে রেখে দিলাম।
তারপর সে ইশারায় আমার হাতটা বাড়াতে বললো,
আমি হাতটা বাড়ানোর পর সে পেকেট থেকে এক মুঠো নীল চুড়ি খুলে আমার হাতে যত্ন সহকারে পড়িয়ে দিলো।
জরী বসানো,তার উপর নীল রঙের চুড়ি, সূর্যের আলো পড়ে চিকচিক করছে।
এবার তো আমার চোখে পাওয়ার পরিপূর্ণ চাহনি।
সে নীল চুড়ি ভর্তী হাতে আলতো করে চুম্বন করে, মুচকি হাসিতে বুঝাতে চাইলো পৃথিবীকে জয় করছে।
আর আমিও পাগলের মতো হাসতে হাসতে তার কপালে ভালোবাসার চিহ্ন একে দিয়ে বুঝালাম,
তার আলোয় আমি আলোকিত।
আরও পড়ুন- গভীর প্রেমের কবিতা – প্রিয়তমা