গভীর বেদনার কবিতা – ভালো থেকো প্রিয়: কষ্ট আর বোধ নেই যে ভালবাসায় তা নিছক খেলা খেলা প্রেম কিংবা ভালবাসা। উপলদ্ধি আছে বলে কষ্টের মূল্য আছে আর কষ্টের মূল্য আছে বলে প্রেমে আনন্দ আছে। এমনি এক বোধগত যন্ত্রণার কবিতা এটি।
ভালো থেকো প্রিয়
– নাইদা ইসলাম
আমি অবিকল তোমার আত্মার প্রতিবিম্ব হতে চেয়েছি,
যেন তুমি তাকালেই তোমার অবিচারগুলো দেখতে পাও।
হতে চেয়েছি তোমার অবহেলার নির্মম বলি,
যে রক্তে ধুয়ে মুছে যাবে তোমার সকল কালিমা।
স্বপ্ন ভাংগার এক বিচূর্ণ হৃদয় হতে চেয়েছি,
যাতে ক্ষত বিক্ষত আবেগগুলো তোমাকে ভাবাবে খুব করে।
তোমাকে ভেংগে চূড়ে প্রবল ভাবে ঘৃণা করতে চেয়েছি,
যেন তুমি বুঝো ভালোবাসার মূল্য কত বেশি।
কেবল বোধোদয়ের অপেক্ষায় থেকে তোমাকে নিজের মাঝে ধারন করতে চেয়েছি,
নির্বোধের মত কত শত অন্যায় করেছ যেন বুঝতে পারো।
তোমার আত্মোপলব্ধির সেই মাহেন্দ্রক্ষণ হতে চেয়েছি,
যে ক্ষনে দাঁড়িয়ে তুমি তোমার অপরাধ গুলো দেখবে নির্ভুলভাবে।
চেয়েছি তোমার ব্যস্ততার অবসান হতে,
যেন দেখতে পাও কত অবেলার ব্যস্ততায় আমায় হারিয়ে ফেলেছ বারংবার।
কেবল তোমাকে স্বপ্নের ফেরিওয়ালা করতে চেয়েছি,
যেমন আমি তোমার হাটে গিয়েছিলাম,ফিরিয়ে দিয়েছিলে কঠিনভাবে।
তুমি হাটে বাজারে স্বপ্নের নিলাম ডাকবে,
আমি চড়া দামে সেই স্বপ্ন আবার কিনে নিবো।
আমি সেই স্বপ্নের একচ্ছত্র মালিকানা চেয়েছি।
যেন স্বপ্ন ভাঙ্গার তীব্র কষ্ট তুমি বুঝতে পারো।
চেয়েছি তোমার চরম অধঃপতন,
চেয়েছি সর্বোচ্চ উন্নতি,
তোমার সুখ বিনাশিনী হতে চেয়েছি,
যেন তুমি খুব করে বুঝো কতটা ছিলে আমার সবটা জুড়ে।
আঘাতের পর আঘাত করে তোমায় প্রবল দুঃখ দিতে চেয়েছি,
যে আঘাতে তুমি উপলব্ধি করবে আমার যন্ত্রনা।
তোমায় সর্বনাশ দেখাতে চেয়েছি,
জীবনের বিপর্যয় দেখাতে চেয়েছি,
যেখানে দাঁড়িয়ে আমি লিখছি,সে জায়গাটা যেন চিনো।
একেক করে অধিকার ফিরিয়ে দিয়ে তোমায় কর্তব্যহীন করতে চেয়েছি,
যতটা কর্তব্যহীন তুমি অধিকার কেড়ে নিয়ে আমায় করেছো।
আমি তোমার দুরারোগ্য অসুখ হতে চেয়েছি,
যেন কতটা সুখ তোমার ছিল তুমি বুঝতে পারো।
আমি তোমার নিত্যদিনের স্মৃতি হতে চেয়েছি,
যেন পরের জন কষ্ট দিলে খুব সহজেই ভুলতে পারো।
আমি তোমায় ভালোই রাখতে চেয়েছি,
তোমায় ভেংগে চূড়ে নতুন ভাবে গড়তে চেয়েছি,
যেন শত আঘাত আর তোমায় ভাঙতে না পারে।
সর্বোচ্চটা দিয়ে তোমায় ভালো রাখতে চেয়েছি,
যেন একদিন বুঝতে পারো কতটা জায়গা নিয়ে আমি ছিলাম।
তোমায় অর্ধাঙ্গ করতে চেয়েছিলাম,
তুমি আমার পুরোটা নিয়েই চলে গেলে।।
আরো পড়ুন- ইমোশনাল কবিতা – বাস্তববাদী মানুষ