কষ্টের কবিতা – কষ্টের জীবন: বেঁচে থাকা যতক্ষণ আছে ততক্ষণ কষ্ট আছে। কষ্টের ভার সহ্য করা সবার পক্ষে সম্ভব না তবুও বেঁচে থাকার তাগিদে মেনে নিতে হয় প্রতিনিয়ত। এরকম অনুভূতি নিয়ে কষ্টের জীবনের কবিতা এটি।
কষ্টের জীবন
– উদাসীন পথিক
কষ্টগুলা বদ্ধ করে
রেখেছিলাম মনের ঘরে
বলিনি কাউকে
দেখতে দেয়নি তাকে
ঠোঁটের কোনে হাসি রেখেই
চলেছি একলা পথে।
ভেবেছিলাম আমার মুখে হাসি দেখেই
বদ্ধ থেকেই নষ্ট হবে
কষ্টগুলোই কষ্ট পাবে
কষ্ট পেয়েই অক্কা যাবে।
ওমা কিন্তু একি হাল
কষ্টগুল বেজায় সতেজ
বদ্ধ ঘরকে আপন ভেবে
বাড়ছে যে তার তেজ
সাজ সকালে রাত বিরাতে
করছে আমায় নিস্তেজ।
এমন একটা ঘর পেয়ে আজ
কষ্টগুলা বেজায় খুশি
বাড়ছে তারা আপন মনে
আমার মনের গহীন বনে
কষ্ট গুলো ডাল মেলেছে
মনের মাঝে জাল বুনেছে
কষ্ট নিয়েই কাটে সারাবেলা।
ভাবছি একটা দোকান দিব
অনলাইনে অরডার নিবো
কষ্টগুলো করবো বেচাকেনা
আমার কষ্ট তোমায় দিয়ে
হবো নিরুদ্দেশ।
আরো পড়ুন- নীল চুড়ি কবিতা – নীল চুড়ির প্রেম