একলা মেয়ে কবিতা – আমি মেয়ে: মেয়েদের জীবনের যাতনা কষ্ট শুধু একটা মেয়ের পক্ষে বোঝা সম্ভব। বৈষম্যের এ সমাজে মেয়েদের অনেকটা লড়াই করে বাঁচতে হয়। প্রতিটি ধাপে অপমান আর কটাক্ষ সহ্য করতে হয়। এমনি এক অসহায়ত্ব ও কষ্ট নিয়ে লেখা একটি কবিতা আপনাদের বলব।
আমি মেয়ে
জান্নাতুল ফিরদৌস মামুনি
আমি মেয়ে
ছেলেদের মতো আমিও স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি
তাদের মতো আমিও ভালো নম্বর পেয়ে পাশ করেছি
আবার কখনো কখনো তাদের থেকে বেশি নম্বর পেয়েছি ভালো রেজাল্ট করেছি।
তবুও দিনশেষে আমার শুনতে হয়েছে
মেয়েরা কি এমন বোঝে,
তাদের বুদ্ধি তো থাকে হাঁটুর নিচে।
আমি মেয়ে
আমাকে আমার বাবা মা খুব আদর সোহাগ দিয়ে বড় করেছিলেন বলে,
দিনশেষে আমার বাবা মাকে শুনতে হয়েছে যে
মেয়েকে এতো আদর দিয়ে মাথায় তুলতে নেই!
একদিন ঠিকই পরের বাড়ি গিয়ে চুলা ঠেলতে হবে।
আমি মেয়ে
আমিও ছেলেদের মতো চাকরির জন্য আজ এই অফিস কাল আরেক অফিসে যখন ভাইবা দিয়ে ঘরে ফিরছিলাম,
তখন আমার একজন বন্ধু আমাকে তাচ্ছিল্য করে বলেছিল আরে সুন্দরী মেয়েদের চাকরি তো যোগ্যতা দেখে হয়না,
বাহ্যিক সৌন্দর্য দেখে হয়।
আমি মেয়ে
আমার পাশে বসে ক্লাস করা আমার ক্লাসমেট বলেছিল
ভালো মেয়েরা কখনো চাকরি করে না,
মেয়েদের জন্মই হয়েছে শশুড় শাশুড়ির সেবা আর বাচ্চা লালন পালনের জন্য।
আমি মেয়ে
অফিস শেষে আমি রাতে যখন বাসায় ফিরছিলাম
তখন আমার মাঝে মধ্যেই বলাবলি করতে শুনেছি,
“ভালো ঘরের মেয়ে না বুঝলি,কতো অকর্ম কুকর্ম করে বাড়ি ফিরছে”।
আমি মেয়ে
তাই আমার এবং আমার মতো হাজারো মেয়ের বাবাকে শুনতে হয়,
“মেয়ের বিয়ের জন্য কতো টাকা রেখেছেন?
মোটা অঙ্কের টাকা ছাড়া আজকাল ভালো ছেলে পাওয়া যায় না”।
আমি মেয়ে
হ্যাঁ আমি মেয়ে,
সবকিছু অগ্রাহ্য করে আমার জীবন সাজাবো আমি নিজের মতো করে,
তবুও যদি একদিন কোন পুরুষের টনক নড়ে।
আরো পড়ুন- সবুজ শাড়ির কবিতা – তুমি আসবে বলে