একলা চলার কবিতা – একলা চল রে | Bangla Sad Kobita

একলা চলার কবিতা – একলা চল রে: কারো উপর নির্ভর করে চলা কিংবা কাউকে অন্ধ বিশ্বাস করা সবসময় খারাপ কোন ফল নিয়ে আসে। নিজেকে বাস্তবতার চাদরে মেলে না ধরলে একসময় সেই চাদরে ঢেকে যাবে জীবন। তাই সময় থাকতে নিজেকে জানতে হবে।
একলা চল রে
– প্রমি জান্নাত
কারও মায়ায় এতটা জড়াতে নেই
যতটা জড়িয়ে গেলে সে কখনো ছেড়ে গেলে মায়া নামক শব্দটা অভিশপ্ত মনে হয়।
কারো সাথে এতটা কথা বলার অভ্যেস করতে নেই,
কখনো সে কথা না বললে পৃথিবীর সব ভাষা হারিয়ে যায়!
কারো উপর এতটা ভরসা করতে নেই,
কখনো সে হারিয়ে গেলে একা পথ চলতে কষ্ট হয়।
কাউকে এতটা বিশ্বাস করতে নেই,
সে যদি বিশ্বাস ভাঙে বিশ্বাস শব্দটাকেই বিশ্বাস করতে ভয় হয়!
কাউকে এতটা অবিশ্বাস ও করতে নেই,
বিশ্বাসী মুখ গুলোকেও মুখোশ মনে হয়।
কারো উপর এতটা অধিকার খাটাতে নেই যতটায় কারো বিরক্তির কারণ হতে হয়!
কাউকে নিয়ে এত বেশি ভাবতে নেই
যতটা ভাবলে নিজের জন্য ভাবার সময় পাওয়া যায় না !
কাউকে এতটা ভালোবাসতে নেই,
সে যদি ভালো না বাসে কিংবা মিথ্যে ভালোবাসি বলে তবে ভালোবাসি কথাটা মিথ্যে লাগে,
নিজের জন্য বাঁচতে কষ্ট হয়!
কারো জন্য নিজেকে এমন ভাবে বিলিয়ে দিতে নেই,
সে যদি মূল্য না বুঝে ভুল বুঝে
নিজের অস্তিত্ব টাই টিকিয়ে রাখতে কষ্ট হয়ে যায়।
কখনো এতটাও স্বার্থপর হতে নেই,
যতটায় অন্যের দু:খের কারণ হতে হয়।
নিজেকে এমন ভাবে ভালো রাখা উচিৎ অন্য কারো অবহেলায় কিংবা ঈর্ষায় ভালো থাকা থমকে না যায়।
জীবন তার গতি না পাল্টায়, প্রয়োজনে একলা চল রে।।
আরো পড়ুন- আধুনিক কবিতা – হারিয়ে যেতে দিও না তারে