ইমোশনাল কবিতা

ইমোশনাল কবিতা – বাস্তববাদী মানুষ | Premer Kobita

ইমোশনাল কবিতা – বাস্তববাদী মানুষ: ভালবাসায় দুটি মন এক হলেও দুজন মানুষ কিন্তু আলাদা। আলাদা তাদের স্বভাব, আচরণ ও চরিত্র। তাই প্রেম ভালোবাসায় এত অমিল, ঝগড়া, বিভেদ ও বিরহ। এমনি এক পরিবর্তনশীল বাস্তববাদী মানুষের কবিতা এটি।

বাস্তববাদী মানুষ

তাশফা আরমিন

আমি যখন তোমার ভালবাসার জ্বরে প্রচন্ড উত্তাপে কুঁকড়ে থাকতাম
তুমি বলতে এত্তো আবেগ ভালো না,
তাই আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে নিলাম।

আমি যখন তোমার একটা ফোন কল কিংবা ম্যাসেজের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতাম
তুমি বলতে এত্তো কেন প্যারা দেও?
নিজেকে তাই শুধরে নিলাম।

আমি যখন খারাপ স্বপ্ন দেখে সবার আগে তোমাকে ফোন করে তোমার খবর নিতাম
তুমি বলতে পাগলামিটা একটু কমাও,
নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম।

আমি যখন না খেয়ে অপেক্ষায় থাকতাম তুমি খেয়েছ কিনা জানার জন্য
তুমি বলতে এত্তো ন্যাকামো ভাল্লাগে না,
নিজের মতামতকে তখন গুরুত্ব দিতে শিখলাম।

আমি যখন কান্নায় ভেঙে পরতাম তোমার দেয়া অবহেলায়
তুমি বলতে এত্তো দূর্বল কেন তুমি?
নিজেকে তাই শক্ত করে নিলাম।

অতঃপর তুমি যখন আমাকে ছেড়ে চলে যেতে চাইলে
আমি বললাম যেতে পার পিছুটান নেই,
তখন তুমি বুঝতে পারলে এতদিনে আমি একজন বাস্তববাদী মানুষ হলাম।

আরও পড়ুন- মিষ্টি মেয়ে কবিতা – সরল মেয়ে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *