একাকীত্ব জীবন

একাকীত্ব জীবন – একা বাঁচতে শিখে যাও জীবনটাই পাল্টে যাবে

একাকীত্ব জীবন – একা বাঁচতে শিখে যাও জীবনটাই পাল্টে যাবে: একা বাঁচতে শিখে যাও, তোমাকে ভালো রাখার দায়িত্ব কেউ নিবে না, নিজেকে নিজে ভালো রাখতে পারাটা ই আজকে বিশ্বে সবচেয়ে কঠিন কাজ।

কারণ, আমরা নিজের ভালো থাকা টা অন্যের উপর রেখে দেই।
ফলসরুপ ডিপ্রেশন খারাপ লাগা মুড অফ সবকিছু ঝেঁকে বসে আমাদের মাঝে।

নিজের দিন টা নিজের মত করে শুরু করুন। কারো গুড মর্নিং মেসেজে আজকের দিনের শুরু না করে নামাজ পড়ে কোরআন তিলওয়াত করে নিজের মনের সুরক্ষা করুন। মনে শান্তি আসবে প্রফুল্ল থাকবে, কারো উপর নির্ভরশীল হবে না। জীবন পথটা খুব ই কঠিন।

যাকে সৃষ্টিকর্তা তোমার জন্য ঠিক করে রেখেছে যে আসবে সেও যে তোমাকে ১০০% টেইক কেয়ার করবে তা কিন্তু না! সময় পরিস্থিতি মানুষকে বিভিন্ন ভাবে অনেক কিছুর সম্মুখীন করে। ঠিক তখনি নিজে কে নিজের মত করে ভালো জানলে সব পরিস্থিতির মোকাবেলা করা যায়। এমনকি নিজের লাইফ পার্টনারকেও সহযোগীতা করা যায় অসময়ে।

মনে রাখবেন জীবনে কারো উপর নির্ভরশীল হওয়া থেকে কারো ভরসা হতে পারা’টা খুব জরুরি। অন্যের কাছে নিজের শান্তি খোঁজা থেকে অপর একজন কে স্বান্ত্বনা দিতে পারাটা আগলে রাখতে পারা’টা সবচেয়ে মূখ্য বিষয়। একবার কারো ভরসা জায়গা হতে পেরে দেখুন না পৃথিবীটা কেমন আলাদা লাগে।

নিজের জীর্ণতা তুচ্ছতা গ্লানি সবকিছু না হয় ঐ রাতের আধারে আসমানে বসে থাকা উনার কাছে ই পেশ করলাম। উনি না হয় আমার ভালো রাখা দায়িত্ব টা নিয়ে নিলেন।

বেঁচে থাকার লড়াইয়ে আমরা অনেক আধমরা হয়ে আছি। কেউ রুগে কেউ শোঁকে।
কিন্তু সবকিছু কে একা নিজে ই জয় করতে হবে।
ভালোবেসে আগলে রাখা মানুষটা হতে হবে নিজে!
কান্নায় ভেঙে পড়া একটা মানুষের আশ্রয় হতে হবে নিজে!
শোকে মন্দিভূত হওয়া পরিবারে ছায়া হতে হবে নিজে!
দিন শেষে সূর্য বিলীন হলে রাতের আধার জয় করতে হবে নিজেকে!
জীবন পথে কণ্টকার্কীণ পথ চলার সাহস জোগাতে হবে নিজে!

ভালো মন্দে নিজেকে নিয়ে সমালোচনা করে সর্বোত্তম জবাব টা তুমি নিজে তৈরি করবে।
তাহলে ই তুমি, এই একবিংশ শতাব্দী তে বেঁচে থাকার জন্য প্রস্তুত!

আর না হলে তুমি মরে যাবে পচেঁ যাবে হারিয়ে যাবে এই চলমান বিশ্বে ধূলিকণার মত! ঠিকে থাকতে হলে বেঁচে থাকতে হলে নিজেকে নিজে জয় করে বাঁচতে হবে তাহলে ই তুমি বেঁচে থাকার উপযুক্ত না হলে তুমি মরে যাও..

দরকার নাই এই যুগে তোমায়। ধ্বংস স্থুপের মত পড়ে থাকার চেয়ে অন্যকে সুযোগ দেয়া অনেক ভালো। কারণ এই পৃথিবীটা তারা ই শাসন করবে যারা নিজেকে জয় করতে পেরেছে। আধারে কেঁদে আলো তো চোখ মুছে জীবন চলার দিন শেষ!

বাঁচতে হলে জিত তে হবে,
প্রথমে নিজেকে জয় করতে হবে। নির্ভশীলতা থেকে ভরসা হতে হবে তাহলে ই তুমি এই একবিংশ শতাব্দীর পূর্ণ মানুষ।

আর কিছু আনন্দের সঙ্গি না হয় বন্ধু/বান্ধবীদের রাখুন।
হাসি তে প্রাণ মাতে মন ভালো থাকে আর একটা ভালো বন্ধু জীবনের সবচেয়ে বড় উপহার সরুপ।
যে অনেক আধারে তোমাকে পথ দেখাবে দিশারী হয়ে।

লেখা: Nila Jannat

আরো পড়ুন- কষ্টের ভালবাসার গল্প – ধোঁকা ও করুণ পরিণতি

আমাদের চ্যানেলে একাকীত্ব নিয়ে তৈরী হওয়া একটা ভিডিও দেখুন-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *